আ’লীগ ক্ষমতায় থাকলে সবধর্মের মানুষ শান্তিতে বসবাস করে : এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করছে। এ জন্য দেশের প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস ও উৎসব উদযাপন করছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে দেশের ধর্ম, বর্ণ, নির্বিশেষে আপমর মানুষ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান প্রণয়ন করেছিলেন। এ জন্য সাংবিধানিকভাবে এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
তিনি গতকাল রোববার দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। এমপি করোনা ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহŸান জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সংগঠনের জেলা নেতা এ্যাডঃ অজিত কুমার মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাধন ভদ্র, যুগোল কিশোর দে, প্রাণকৃষ্ণ দাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, পঞ্চানন সানা, ডাঃ শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার, ¯েœহেন্দু বিকাশ, বিজন বিহারী সরকার, অশোক অধিকারী, অনুকূল ব্যানার্জী, সুব্রত কুমার সানা, দীজেন্দ্রনাথ মন্ডল, সুব্রত মন্ডল ও প্রদীপ মন্ডল। সভায় সনাতন ধর্মালম্বীদের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি ক গ্রæপের সমস্যার সমাধান ও সনাতন ধর্মালম্বী এলাকার রাস্তা-ঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নে সংসদ সদস্যের আশুহস্তক্ষেপ কামনা করা হয়।