আ’লীগ ও ছাত্রলীগ নেতার অসুস্থ মাতাদের শয্যাপাশে শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ গতকাল সোমরাব নগরীর একটি বেসরকারী হাসপাতালে দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন’র অসুস্থ মাতা এবং মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক, ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল সুজন’র অসুস্থ্য মাতাকে দেখতে যান। এসময়ে তিনি অসুস্থদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা আ’লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জুবায়ের আহমেদ খান জবা, জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানা।