আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীর মুসলমান পাড়া রোডের ২৯নম্বর আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ছাত্র আব্দুল্লাহ আল মামুন। পবিত্র গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষক লোপা বিশ্বাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাফিনাতুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এস এম কামরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র প্রাণিপ্রেমী এসএম সোহরাব হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র, সাবেক সেনা সাজের্ন্ট সাংবাদিক এম এ জলিল ও ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আফরোজা পারভীন, আছমা খাতুন, জাহিদা খাতুন, তাওহিদা সুলতানা, আফরোজা পারভীন, শাহনাজ পারভীন, জহুরা জান্নাত নাঈম, রাফাত পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।