আপন সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ এর উদ্ভোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কেসিসি মার্কেটের ২য় তলায় আপন সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ এমডিএ বাবুল রানা। কোম্পানীর চেয়ারম্যান স ম হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীর ভাইচ চেয়ারম্যান মোঃ মোস্তফা গাজী, ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাওহিদুর রহমান, পরিচালক (অর্থ) মোঃ মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) মোঃ নোমান হোসেন ও পরিচালক সাবরিনা আফরিন ও শাহেলা আফরিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়্যেল সিকিউরিটি সার্ভেসেস এর চেয়ারম্যান মোঃ আছাদুজ্জামান আছাদ। বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপক শেখ আছাদুজ্জামান মিথুন এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, শেখ মোঃ ইকবাল হোসেন, মোঃ শাহ আলম, মোঃ রফিকুল ইসলাম, তাহেরা বেগম, রাখিজা খাতুন ও মেহজাবিন ইসলাম মোম প্রমূখ।