আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯’’ এর গতকাল বৃহস্পতিবারের খেলায় মোহাম্মদ আলী সনি, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ জাহিদুল ইসলাম এবং হাসান আহমেদ মোল্লা নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন।
দিনের প্রথম খেলায় শেখ তৌহিদুল ইসলাম তুহিন ২-০ সেটে এস এম ফরিদ রানাকে পরাজিত করেন। দ্বিতীয় খেলায় মোহাম্মদ আলী সনি ২-০ সেটে প্রশান্ত বাছাড়কে পারাজিত করেন। অপরদিকে মোঃ মাছুম বিল্লাহ মাঠে উপস্থিত না থাকায় মোঃ জাহিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
উর্দ্ধ ৫০ প্রতিযোগীদের মধ্যকার খেলায় ওয়াদুদুর রহমান পান্না মাঠে উপস্থিত না থাকায় হাসান আহমেদ মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া এস এম নজরুল ইসলাম ও রকিব উদ্দিন পান্নু’র মধ্যকার খেলাটি উভয় প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় বাতিল করা হয়। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বীরেন দাস বিরু।