অভয়নগরে নৌকার প্রার্থী শাহ্ জাহাঙ্গীর’র পক্ষে কর্মী সভা
অভয়নগর প্রতিনিধি: আসন্ন অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শাহ্ ফরিদ জাহাঙ্গীরের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অভয়নগর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলেল সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুগ্ম আহবায়ক শাহ্ ফরদি জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, শিবু পুসাদ সাহা, ইব্রাহিম হোসেন, সানা আব্দুল মান্নান, রওশন আলী মোড়ল, শ্রমিকলীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতান আরেফা মিতা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।