April 27, 2024
আঞ্চলিক

নগরীতে সরকারি ঔষধসহ গ্রাম্য চিকিৎসক আটক

দ: প্রতিবেদক

খুলনায় এবার সরকারি হাসপাতালের ঔষধসহ গ্রাম্য চিকিৎসক ডা. চন্দন গাইনকে (৩৮) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতি এলাকায় পিতৃমাতৃ মেডিকেল হল থেকে ঔষধসহ তাকে আটক করা হয়।

এর আগে রবিবার বিকালে নগরীর মজিদ সরনী এলাকায় ইজিবাইক থেকে বিক্রি নিষিদ্ধ ৩ বস্তা ঔষধ (ফিজিশিয়ান স্যাম্পল) পাচারের সময় আসিফ শেখ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, সকালে হাসপাতালে আসা একজন রোগীর কাছে খবর পেয়ে বানরগাতি এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ সরকারি অ্যান্টিবায়েটিক ঔষধসহ চন্দন গাইন নামে একজনকে আটক করে পুলিশ। চন্দন গাইন দীর্ঘদিন ধরে তার ফার্মেসিতে সরকারি ঔষধ বিক্রি করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নগরীর হেরাজ মার্কেট থেকে ওই ঔষধ কিনেছেন বলে জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *