April 27, 2024
খেলাধুলা

ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হারালো বাংলাদেশের কিশোররা

 

ক্রীড়া ডেস্ক

সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। গতকাল সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানের জয় পায় কিশোর টাইগাররা।

এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান তুলতে সমর্থ হয়। এর আগে শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৯ রানের জয় পেয়েছিল বাংলাদেশ কিশোররা।

টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ দল। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও বাংলাদেশ কিশোরদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় তারা। তবে নির্ধারিত ওভার শেষে ২৫৯ রানের সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এর মধ্যে অর্ধশতক তুলে নেন আইচ মোল­া। ৫৬ বলে ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে দারুণ অর্ধশত রান তুলে ম্যাচসেরা হওয়া রাব্বি এ ম্যাচেও ছুটছিলেন অর্ধশতকের পথেই। তবে তার আগেই শেষ হয়ে যায় ইনিংস। মাত্র ৩৪ বল খেলে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি অপরাজিত থাকেন ৪৪ রানে। ৩২ রান যোগ হয় অধিনায়ক রিহাদ খানের ব্যাট থেকে। পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের হয়ে এদিন আসীর মুঘল ও আলিয়ান মাহমুদ ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে সফরকারীরা। ৫৪ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা একেবারে খারাপ হয়নি তাদের। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে সম্ভাবনা জাগিয়ে রাখে সফরকারী দলের ব্যাটসম্যানরা। মূলত এই তিনটি জুটিতেই ম্যাচে ছিল তারা। তিনটি জুটিতেই তারা রান তুলেছে কিছুটা স্লথ গতিতে। ফলে শেষের দিকে এসে রানের সাথে পাল­া দিয়ে আর পেরে ওঠেনি। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলতে সমর্থ হয় তারা।

আগের ম্যাচের মতো এ ম্যাচেও বোলিংয়ে দারুণ সফল মাহফুজুর রহমান রাব্বী। ৫০ রান খরচায় প্রতিপক্ষের ৩ ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে পাঠিয়েছেন তিনি। এছাড়া আশিকুর রহমান ২টি এবং মুশফিক হাসান, আজিজুল হাকিম ও আইচ মোল­া একটি করে উইকেট নিয়েছেন। গত ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটে বলে জয়ের নায়ক মাহফুজুর রহমান রাব্বী। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি। আগামী ১৫ মে একই ভেন্যুতে দুই দলের মধ্যে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *