Questioning and Assessment under OBE Framework শিরোনামে সাত দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু করলো খুবির আইকিউএসি
Questioning and Assessment under OBE Framework শিরোনামে ০৭ (সাত) দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু করলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আইকিউএসির নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। বিশ্ববিদ্যালয়ের ২৯ টি ডিসিপ্লিনের প্রথম বর্ষ দ্বিতীয় টার্মের সকল কোর্স শিক্ষকসহ ডিসিপ্লিন প্রধানদেরকেও এই প্রশিক্ষণের আওতায় প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে ওবিই কারিকুলামের অধীনে শিক্ষকগণ কীভাবে প্রশ্নপত্র প্রস্তুত ও শিখন মূল্যায়ন করবেন সে বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: মতিউল ইসলাম বলেন, যে কাজ আমরা এতদিন করে এসেছি, সেটাই একটু সবিস্তারে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমরা একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি অনুসরণ করে কাজটি সম্পাদন করার চেষ্টা করবো। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ কর্মসূচীতে স্বাগত জানান।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার তাঁর বিশেষ অতিথির বক্তব্যে টেকনিক্যাল সেশনসমূহ সম্পর্কে ধারণা দিয়ে বলেন, আমাকে রিসোর্সপার্সন নয় বরং আপনার কলিগ হিসেবে আজ বিবেচনা করুন। ড. জগদীশ উপস্থিত সিনিয়র শিক্ষকবৃন্দকে উপলক্ষ করে বলেন, এখানে অনেকেই আছেন যারা আমার শিক্ষকতা জীবনে অনেক সিনিয়র। আমি তাঁদেরকে শ্রদ্ধা জানিয়ে যে কথাটা বলতে চাই তাহলো, আমরা যদি সিএলও ও পিএলওর অ্যালাইনমেন্ট সম্পর্কে সম্যক ধারণা না রাখি তাহলে আমাদের পাঠদানের মধ্যে ত্রুটি থেকে যাবে। তিনি শিক্ষকবৃন্দকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন। সিএলও যথাসম্ভব কম রাখার পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে অভিযোজ্যতা বিষয়ক একটি অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, নতুনকে গ্রহণ করতেই হবে। তিনি বলেন, পৃথিবীতে সব প্রাণী তার পরিবেশের সাথে খাপখাইয়ে চলে। মানুষই একমাত্র সেই প্রাণী, যে পরিবেশকে তাঁর পছন্দমত মডিফাই করে নেয়। এইখানে সে অনন্য। তিনি পরীক্ষার খাতা মূল্যায়ণে তাঁর শিক্ষার্থী জীবনকালিন সময় ও বর্তমান সময়ের মধ্যেকার পার্থক্য তুলে ধরে বলেন, আমাদেরকে এই নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি আইকিউএসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইকিউএসিতে তার সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দসহ সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সদ্য প্রস্তুতকৃত ওবিই কারিকুলামসমূহকে বাস্তবে কীভাবে বাস্তবায়ন করা যাবে, সে বিষয়ে প্রশিক্ষকবৃন্দ আপনাদেরকে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিনগুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র প্রণয়ন ও শিখন মূল্যায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আইকিউএসি সূত্রে জানা গেছে, ২৯ ডিসিপ্লিনের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষ দ্বিতীয় টার্মের কোর্স শিক্ষকগণের এই প্রশিক্ষণ কর্মসূচী আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. তারিখ শেষ হবে, যাতে মোট দুই শতাধিক শিক্ষকসহ পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রণ করবেন।