September 1, 2025
খেলাধুলা

৭ বছরের চুক্তিতে চেলসিতে আর্জেন্টাইন ডিফেন্ডার

আরন আনসেলমিনোকে দলে ভিড়িয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটির সঙ্গে সাত বছরের চুক্তি করেছেন তিনি। বোকা জুনিয়র্স থেকে তরুণ এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে টেনেছে চেলসি।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি। ট্রান্সফার ফির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে বিবিসির খবরে বলা হয়েছে, ১ কোটি ৫৬ লাখ পাউন্ডে চেলসির সঙ্গে চুক্তি করেছেন আনসেলমিনো।

১৯ বছর বয়সী এই ফুটবলার অবশ্য এখনই চেলসিতে যোগ দিচ্ছেন না। ২০২৪-২৫ মৌসুমে ধারে বোকা জুনিয়র্সেই থাকবেন তিনি।

গত বছর স্বদেশের এই ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত তিনি খেলেছেন ১০টি ম্যাচ। চলতি বছরের শুরুতে বোকা জুনিয়র্সের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন আনসেলমিনো।

আগামী ১৮ অগাস্ট শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে চেলসি।

শেয়ার করুন: