৭৯ রানে অলআউট হয়ে হারল সাকিব-শরিফুলের বাংলা টাইগার্স
টানা তিন ম্যাচ জয়ের পর ফের হারের মুখ দেখলো বাংলা টাইগার্স মিসিসাগা। কানাডার গ্লোবাল টি-টয়েন্টি লিগে এই দলের হয়েই খেলছেন সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম। ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স বিপর্যয়ের মুখে পড়ে, অলআউট হয় ৭৯ রানে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যাম্পটন ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটের ব্যবধানে।
ব্র্যাম্পটনের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই বিপাকে পড়ে বাংলা টাইগার্স। প্রথম ওভারেই আউট হন হজরতউল্লাহ জাজাই। এরপরের ওভারেই বিদায় নেন রহমানুল্লাহ গুরবাজও। দুই ওপেনারকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সাকিবের দল।
বাংলা টাইগার্সের হয়ে এই ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার, ১৭ বল খেলে ১৯ রান করেছেন ইফতিখার আহমেদ, ডেভিড ওয়াইজ করেছেন ১০ রান, এরপর শেষদিকে ৪ বলে ২ ছয়ে ১২ রান করেন শরিফুল ইসলাম। বাংলা টাইগার্সের বাকি ব্যাটাররা আউট হয়েছেন এক অঙ্কেই, সাকিব ৬ বলে খেলে করেছেন ৪ রান। ব্যাটিং ব্যর্থতায় ১৩ ওভারে ৭৯ রানেই অল আউট হয় সাকিবের দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ০ রানেই এক উইকেট হারায় ব্র্যাম্পটন। তবে ডেভিড ওয়ার্নার দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তাঁর ৩৩ বলে ৪৪ রানের ইনিংসে ৮ উইকেটের জয় তুলে নেয় ব্র্যাম্পটন। বল হাতে এদিন বিবর্ণ ছিলেন টাইগার পেসার শরিফুল, ৩ ওভারে ২৫ রান দিলেও কোনো উইকেট পাননি। আর বল হাতে নেননি সাকিব।