৬ মাসের মধ্যে বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস
ছয় মাসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
রোববার (১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম।
ভারপ্রাপ্ত সচিব জানান, বৈঠকে নতুন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় মাসের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দল।
দুই দিনের সফরে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার পাকিস্তান সফর শেষে ঢাকা সফরে আসেন। সফরের প্রথম দিন বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন রেনা বিটার। এছাড়া কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রেনা বিটার আলোচনা করবেন। তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে। সফর শেষে সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন।