October 11, 2025
আন্তর্জাতিক

৬ বছরের রেকর্ডভাঙা ম্যালেরিয়া-ডেঙ্গু-চিকুনগুনিয়ায় কাঁপছে দিল্লি

গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকাগুলোতে। ফলে মশার বিস্তার হয়েছে ব্যাপকভাবে এবং মশাবাহিত তিন রোগ- ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রীতিমতো কাঁপছে দিল্লি। দিল্লির রাজ্য সরকারের অধীন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তথ্য অনুসারে, গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত রাজধানীতে ম্যালেরিয়ায় ৩৭১ জন, চিকুনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময়ে নয়াদিল্লিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২৩৭ জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৪২ জন। দিল্লির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ৫ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ওই বছর সেপ্টেম্বর-অক্টোবরে মাত্র ৬৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু যদিও এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে, তবে যেকোনো সময় আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২০২৩ সালে নয়াদিল্লিতে ২ হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছিলেন। নয়াদিল্লির বাসিন্দাদের সতর্কবার্তাও দিয়েছেন তারা। গতকাল বুধবার এক বিবৃতিতে দিল্লির সরকারি চিকিৎসকরা বলেছেন, “আপনার যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা বা মাংসপেশীতে ব্যাথা অনুভূত হয়— তাহলে দেরি না করে রক্ত পরীক্ষা করান এবং রোগ ধরা পড়লে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া শুরু করুন।”
শেয়ার করুন: