January 6, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

৫ শতাংশ কোটা পুনর্বহাল না করলে কমপ্লিট শাটডাউনের হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা আগের মতো পাঁচ শতাংশে পুনর্বহাল না করলে শুক্রবার (৮ জানুয়ারি) থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অফিসার্স সমিতি নিজ কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন। তিনি বলেন, আমরা পাঁচ ডিসেম্বর ভিসি স্যারের সঙ্গে দেখা করবো। তিনি যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে ৬ তারিখে মানববন্ধন, ৭ তারিখে অবস্থান কর্মসূচি এবং ৮ তারিখে দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। তাতেও যদি কোনো সমাধান না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাবো এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেবো।

শেয়ার করুন: