September 17, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

৫ দিনেও ফেরেনি নিখোঁজ ৪ জেলে

ঘূর্ণিঝড় মি‌ধি‌লি‌তে ব‌ঙ্গোপসাগ‌রের দুবলার চর এলাকা থেকে নিখোঁজ ৪ জেলে ৫ দিনেও ফিরে আসেননি। গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছ‌ড়ি এলাকার ২‌ জে‌লে এবং শে‌খেরখীল এলাকার ২‌ জে‌লে নি‌খোঁজ হন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেস‌মিন আক্তার নিখোঁজদের প‌রিবা‌রের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করেছেন।

জানা গেছে, বাঁশখালীর বেশ কিছু জে‌লে ব‌ঙ্গোপসাগ‌রের দুবলার চরের দক্ষিণাংশে মাছ ধরছিলেন। ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মি‌ধি‌লি‌ চলাকালীন সম‌য়ে তারা ফি‌শিং বোট থে‌কে সাগ‌রের পানিতে পড়ে নিখোঁজ হন। তারা হলেন— পুঁইছ‌ড়ি ইউনিয়নের মধ্যম পুইছ‌ড়ি আবদার পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র রুহুল কা‌দের বাদশা (৩৯), একই এলাকার মৃত হা‌বিবুর রহমা‌নের পুত্র আবুল কা‌শেম (৪৯), শে‌খেরখীল ইউনিয়নের ৯নং ওয়া‌র্ডের লালজীবন পাড়া এলাকার ইসলাম মিয়ার পুত্র নুরুল আবছার (৪০), একই এলাকার আবদুল ক‌রি‌মের পুত্র নেছারুল হক (১৯)। এদিকে নি‌খোঁজ স্বজনদের উদ্ধারে প্রশাস‌নের হস্তক্ষেপ কামনা ক‌রে‌ছেন তাদের প‌রিবা‌রের সদস্যরা।

এ ব্যাপারে পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. জ‌মির উদ্দিন ব‌লেন, দুবলার চর এলাকায় প্রশাস‌নিকভা‌বে নিখোঁজ জেলেদের সন্ধান চল‌ছে। অপর‌দি‌কে শে‌খেরখীল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মোর‌শেদুল ইসলাম ফারুকী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নি‌খোঁজ জে‌লে‌দের ব্যাপারে উপ‌জেলা প্রশাসন‌কে জানা‌নোর পর প্রশাসনের পক্ষ থে‌কে উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন: