February 1, 2025
আন্তর্জাতিক

৩ ইসরায়েলি, ৫ থাই নাগরিককে মুক্তি দিল হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আট জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরাইয়েলি সেনাবাহিনী বলছে, মুক্তি পাওয়া আটজনের মধ্যে তিনজন ইসরায়েলি, বাকি পাঁচজন বিদেশি নাগরিক।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের তৃতীয় ধাপে তারা মুক্তি পেলেন।

বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় প্রথমে মুক্তি পান আগাম বার্গার নামে ২০ বছর বয়সী এক ইসরায়েলি সেনা। পরে মুক্তি পান ইসরায়েলি তরুণী আরবেল ইয়েহুদ। এদিন আরও এক ইসরায়েলি বেসামরিক এবং পাঁচ থাই নাগরিককে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলে এক টুইটে জানান ইসরায়েলি সেনাবাহিনী।

আট জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজোম গাজার খান ইউনিস থেকে জানান, জিম্মিদের মুক্তির খবরে বহু লোকের সমাগম হয়েছিল। হাজারো বেসামরিক মানুষ—শিশু, নারী ও বৃদ্ধরা— জিম্মিদের মুক্তি দেওয়ার দৃশ্য দেখতে উপস্থিত হন।

হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা জিম্মিদের মুক্তি দেওয়ার স্থানে সারিবদ্ধভাবে অবস্থান নেন। রেড ক্রসের সদস্যদের কাছে জিম্মিদের হস্তান্তর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বন্দি বিনিময় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা কাজ করেন।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত শনিবার হামাস গাজায় জিম্মি করা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। ইসরায়েলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি মুক্তি পান। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শেয়ার করুন: