July 13, 2025
খেলাধুলা

৩৭তম শতকে রুটের যত রেকর্ড

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন জো রুট। টেস্ট ক্যারিয়ারের এটি ছিল তাঁর ৩৭তম শতক। আর এই ইনিংসের মধ্য দিয়েই ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের এই ব্যাটার।

এই ইনিংস ছিল ভারতের বিপক্ষে রুটের ১১তম টেস্ট শতক। ভারতের বিপক্ষে তিন হাজারেরও বেশি রান করেছেন রুট, যা টেস্টে আর কোনো ব্যাটারই করতে পারেননি। রুটের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, তারও ভারতের বিপক্ষে ১১টি সেঞ্চুরি রয়েছে। ৮টি করে সেঞ্চুরি নিয়ে এ তালিকায় তিনে আছেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে রুট ছাড়িয়ে গেলেন রাহুল দ্রাবিড় ও স্টিভ স্মিথকে। এখন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ শতকের তালিকায় পঞ্চম স্থানে ইংলিশ ব্যাটার। তাঁর উপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা। লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১টি শতক শচীনের। এরপর দুইয়ে আছেন ক্যালিস, তার শতক ৪৫টি, ৪১ শতক নিয়ে তিনে পন্টিং, সাঙ্গাকারা ৩৮টি নিয়ে আছেন চারে।

লর্ডস টেস্টের এই শতক রুটের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবেই বিবেচিত হচ্ছে। কারণ, পুরো ইনিংসজুড়ে নিজের স্বাভাবিক আগ্রাসী খেলার ধারা থেকে বের হয়ে ঠান্ডা মাথায় খেলেছেন তিনি। ভারতের বোলারদের কড়া লাইন-লেন্থ ও লর্ডসের অসমান বাউন্স সামলে ধৈর্য্য ধরে ম্যাচটা নিজের করে নিয়েছেন রুট। এই সেঞ্চুরির মাধ্যমে শুধু রেকর্ডই গড়েননি, আবারও বুঝিয়ে দিয়েছেন কেন তিনিই ইংল্যান্ড টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ।

শেয়ার করুন: