২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিয়ুস!
রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের পেশাদার কার্যক্রম নিয়ে গুরুতর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। জানা যায়, ফুটবল সংক্রান্ত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপের অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে। স্পেনের খ্যাতনামা ক্রীড়া পত্রিকা মার্কার এক প্রতিবেদনে এমনটায় জানায়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনি একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন। যা আন্তর্জাতিক ফুটবল নিয়মের পরিপন্থী। এই অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে।
আর ভিনির এই কাজে ছায়া হয়ে কাজ করছে অল আজেন্সিয়ামেন্তো এস্পোর্তিভো নামক একটি প্রতিষ্ঠান। যার মাধ্যমে ভিনি ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাব এবং পর্তুগালের আলভেরকা ক্লাবের মালিকানায় অংশীদারিত্ব গ্রহণ করেছেন।
ফিফার নিয়ম অনুযায়ী, এই ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে দুই বছরের নিষেধাজ্ঞা। তবে অনেকেই ধারণা করছেন, ভিনিসিউসকে হয়তো উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক জরিমানা গুনতে হতে পারে এবং তাকে মালিকানার অংশবিশেষ ছাড়তে হতে পারে। তবে এখনো পর্যন্ত ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস খেলেছেন ৪৭টি ম্যাচ, করেছেন ২১টি গোল ও ১৫টি অ্যাসিস্ট। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত এবং ট্রান্সফার মার্কেটে তার বর্তমান মূল্য ২০০ মিলিয়ন ইউরো।