February 23, 2025
খেলাধুলা

২৮ রানের ব্যবধানে নেই ৭ উইকেট, লজ্জার হার অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কা সফরে দুই রকমের অভিজ্ঞতার ভেতর দিয়েই যতে হলো অস্ট্রেলিয়াকে। টেস্ট সিরিজের দুই ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে অজিরা। এরপর ওয়ানডে সিরিজে এসে মুখ থুবড়ে পড়েছে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেওয়া অজিরা। প্রথম ম্যাচে ৪৯ রানের হারের পর আজ দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৭ রানেই অল আউট হলে ১৭৪ রানের লজ্জার হারের স্বাদ নিতে হয় স্টিভ স্মিথদের।

২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যেই দুই ওপেনার ফিরেন সাজঘরে। এরপর ট্রাভিস হেডও আউট হন দ্রুতই। জশ ইংলিশকে নিয়ে দলের হাল ধরেছিলেন অধিনায়ক স্মিথ। দুজন মিলে ৪৬ রানের জুটিও গড়েছিলেন। তবে ব্যাটিং ধ্বসের সামনে এ জুটি বাধা হয়ে দাড়াতে পারেনি।

স্মিথের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ার পরই আউট হন ইংলিশ। দলীয় ৭৯ রানে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দলের স্কোরবোর্ডে ২৮ রান যোগ করতেই বাকি ৬ উইকেটও হারায় অজিরা। একে একে সাজঘরে ফিরে যান অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, স্মিথরা। ফলে শেষ পর্যন্ত ১০৭ রানেই থামে অজিদের ইনিংস।

১০৭ রানে অল আউট হওয়ায় এশিয়ায় সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির অংশ হিসেবেই এই ওয়ানডে সিরিজের আয়োজন করেছিল অজিরা। তবে দুই ম্যাচেই হারায় প্রস্তুতি খুব একটা ভালো হলো না অজিদের।

এদিকে প্রথম ম্যাচে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচেও জিতে নেওয়া লঙ্কানরা ২৮১ রানের সংগ্রহ গড়ে কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে। ১১৫ বলে ১০১ রান করে আউট হন মেন্ডিস। এছাড়া ওপেনার নিশান মাদুশকা ৫১ ও চারিথ আসালাঙ্কা ৭৮ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৮১ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

শেয়ার করুন: