September 19, 2024
খেলাধুলা

২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত

কয়েক দিন আগে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। পরের দু’টি অলিম্পিকের ভেন্যুও ঠিক করা হয়ে গেছে। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। 

আজ বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অলিম্পিক আয়োজনের জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ভারতে যে বড় মাপের ইভেন্ট আয়োজন করা যায় তা তারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন।

মোদী বলেছেন, ‘২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভালোভাবে জি-২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে যে, ভারতের বড় মাপের কোনো ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে।’

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬ এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)।

এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। ২০৩৬ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আহমেদাবাদ।

শেয়ার করুন: