April 29, 2025
খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি!

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে এক বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন, তার মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। বিখ্যাত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

৬৫ বছর বয়সী আনচেলত্তি গত ডিসেম্বরে রিয়ালের সাথে নতুন করে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন। তবে অনুশীলন মাঠের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি ড্রেসিংরুমের কিছু সদস্যকে ইতোমধ্যেই ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

অনুমান করা হচ্ছে, তিনি লা লিগার চলতি মৌসুম শেষ করে জুনে ব্রাজিল দলের সাথে যোগ দেবেন। ফলে আসন্ন ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে দেখা যাবে না তাকে। এখন রিয়াল ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিতে হবে, অনর্বর্তী কোচ হিসেবে ফুটবল ডিরেক্টর সান্তি সোলারি দায়িত্ব নেবেন, নাকি নতুন কোচ নিয়োগ করা হবে। সেক্ষেত্রে জাবি আলোনসো এগিয়ে আছেন রিয়ালের কোচ হওয়ার দৌড়ে।

আগামী কয়েক দিনে আনচেলত্তির বিদায়ের বিস্তারিত চূড়ান্ত করতে মাদ্রিদের সাথে আরও আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে আনচেলত্তির ছেলে এবং রিয়ালের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি নিজেই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান। তবে যদি ভালো কোনো প্রস্তাব না পান, তাহলে বাবার সাথে ব্রাজিল দলে যোগ দিতে পারেন।

এর আগে ‘দ্য অ্যাথলেটিক’ ১৯ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছিল, আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দীর্ঘদিন ধরেই আনচেলত্তিকে পেতে আগ্রহী। তাকে সংস্থার প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেসের ‘স্বপ্নের কোচ’ বলেও উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে আরও কয়েক দফা বৈঠক হবে। সব ঠিকঠাক চললে আনচেলত্তি তখন আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করবেন।

‘দ্য অ্যাথলেটিক’ আরও জানিয়েছে, সিবিএফের প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেজ ১৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে রিয়ালের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। যদিও সিবিএফ পরে জানায়, আনচেলত্তির সঙ্গে সরাসরি বৈঠকের খবরটি সঠিক নয়।

দিয়েগো ফার্নান্দেজ, যিনি একজন খ্যাতিমান ব্রাজিলিয়ান ব্যবসায়ী এবং কোপা দেল রে ফাইনালেও উপস্থিত ছিলেন, তিনিই আনচেলত্তির সাথে আলোচনার দায়িত্ব সামলাচ্ছেন। আলোচনায় রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তির প্রতি সম্মান বজায় রেখেই কথাবার্তা এগোচ্ছে বলেও জানিয়েছে অ্যাথলেটিক।

সিবিএফের ইচ্ছা, আগামী জুনের আন্তর্জাতিক বিরতির আগেই নতুন কোচ নিয়োগ সম্পন্ন করা। তাদের সংক্ষিপ্ত তালিকায় আল হিলালের কোচ জর্জ জেসুসের নামও রয়েছে।

এদিকে, রিয়াল মাদ্রিদও নতুন কোচ খোঁজা শুরু করেছে। চলতি মৌসুমেই জাবি আলোনসোর প্রতিনিধিদের সাথে রিয়ালের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। সাবেক এই রিয়াল তারকা আগামী গ্রীষ্মে ক্লাবের দায়িত্ব নিতে পারেন।

চলতি মৌসুমে আনচেলত্তিকে নিয়ে সমালোচনা হয়েছে কম হয়নি। লা লিগায় রিয়াল বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। শনিবার কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরেছে তারা। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও হান্সি ফ্লিকের দলের কাছে হারতে হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে আনচেলত্তি বলেছিলেন, “রিয়াল মাদ্রিদ থেকে আমার বিদায়ের তারিখ কখনোই আমি নিজে নির্ধারণ করব না।”

পুরো মৌসুমজুড়ে সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন হয়েছে বারবার। সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন, সিদ্ধান্ত পুরোপুরি ক্লাবের ওপর নির্ভর করছে।

আনচেলত্তি বলেন, “ক্লাব যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে সমস্যা নেই। আমি কেবল ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার চুক্তি শেষ হোক বা না হোক, সেটার কোনো গুরুত্ব নেই।”

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রথমবার মাদ্রিদের কোচ ছিলেন আনচেলত্তি। এরপর ২০২১ সালের জুনে আবার দায়িত্ব নেন, জিনেদিন জিদানকে সরিয়ে। দুই মেয়াদ মিলিয়ে তিনি রিয়ালকে দুটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েছেন।

গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে তিনি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ হন, যিনি পাঁচবার এই শিরোপা জিতেছেন।

তবে চলতি মৌসুমে রিয়ালের টাইটেল রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। বিশেষ করে ডিফেন্স লাইনে বড় ধাক্কা খেয়েছে দলটি। রাইট-ব্যাক দানি কারভাহাল এবং সেন্টার-ব্যাক এদের মিলিতাও মৌসুমের শুরুতেই হাঁটুর গুরুতর চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যান।

শেয়ার করুন: