১৯ রানে ৫ উইকেটের পতন, দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই শ্রীলঙ্কা
গবেখা টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও হেরে গেছে শ্রীলঙ্কা। পঞ্চম দিনে জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ১৪৩ রান, হাতে ৫ উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে এক সেশনও টেকেনি লঙ্কানদের প্রতিরোধ। শেষ দিকে ১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের কাছে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। টেস্টে ১১তম বারের মতো ৫ উইকেট শিকার করেছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।
সেইন্ট জর্জ পার্কে শ্রীলঙ্কাকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৩৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এতে ১০৯ রানের বড় জয়ে ই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আজ সোমবার ৫ উইকেটে ২০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। গতকাল রোববার ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি করে উইকেটে থাকা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিসের ব্যাটে লড়াই শুরু করে সফরকারীরা। আশা করা হচ্ছিল, দুই সেট ব্যাটার দলকে এগিয়ে নেবেন।
কিন্তু মাত্র ৭ রান যোগ করেই আউট হয়ে যান মেন্ডিস। দলীয় ২১৯ রানে মেন্ডিসের (৭৬ বলে ৪৬) পতন হলে ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এরপর ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। অর্থাৎ ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় সফরকারী দল।
ফিফটি করেই (৯২ বলে ৫০) আউট হন ধনাঞ্জয়া। প্রবাত জয়সুরিয়া ১৯ বলে ৯, বিশ্ব ফার্নান্ডো ২৪ বলে ৫ ও লাহিরু কুমারা ১১ বলে ১ রান করেন।
আগের দিন ১২২ রানে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্মে ৩ বলে ১, ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৪ বলে ১৮, দিনেশ চান্দিমাল ৫৭ বলে ২৯, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৫৯ বলে ৩২ ও কামিন্দু মেন্ডিস ৩৫ বলে ৩৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৬ বলে ৫ উইকেট শিকার করেন কেশব মহারাজ। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন প্যাটারসন। ৩২৭ রান করে সিরিজসেরা নির্বাচিত হন টেম্বা বাভুমা।