১৬ বছরের লুণ্ঠিত অর্থ জনগনকে ফিরিয়ে দিতে হবে : বাপ্পী
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, টানা ১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে বহু ত্যাগ-তিতীক্ষার পরীক্ষায় বিএনপি নেতাকর্মীরা উত্তীর্ণ। ত্যাগী নেতাকর্মী-সমার্থকদের আরও সতর্কাবস্থায় অর্জিত স্বাধীনতার সুরক্ষা দিয়ে জনগনের দোরগড়ায় ভোটাধিকার পৌঁছে দিতে হবে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ এখনো শেষ হয় নি; আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৬ বছরের অনিয়ম-দুর্নীতির মূলোৎপাটন করে লুণ্ঠিত অর্থ-সম্পদ জনগনের মাঝে ফিরিয়ে দিতে হবে।
শুক্রবার (১৬ আগস্ট) জুম্মাবাদ দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রূপসা উপজেলার জেবিএম কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আজমল হোসেন ডাবলু এতে সভাপতিত্ব করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খুলনা জেলার নয়টি উপজেলা এবং দু’টি পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।