November 21, 2024
বিনোদন জগৎ

১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে: ফারিয়া

গত রাতে ভাইরাল হওয়া অভিনেত্রী শবনম ফারিয়ার পোস্টটি ভুয়া। সেখানে বলা হয়েছে, বর্তমান শাসনামলে তিনি কী কী সমস্যা মোকাবিলা করছেন। নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরা হয় পোস্টটিতে। বলা হয়, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো ফেসবুক পোস্ট ডিলিট করতে হয়নি। এ নিয়ে সরগরম ফেসবুক। ফারিয়া জানান, এমন কোনও পোস্ট তিনি দেননি। দিলেও সেটিকে লুকিয়ে ফেলার মতো মানুষ নন তিনি। জানালেন ভাইরাল হওয়া পোস্টটি ভুয়া।

এ প্রসঙ্গে ফারিয়া জানান, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

হাসিনা সরকারের লোকজনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, তাদের অবস্থা এত খারাপ যে অন্যদের নামে এডিট করা পোস্ট চালাতে হচ্ছে। তিনি এই পোস্ট দিয়েছেন ভেবে যারা খুশি হয়েছেন, তাদের খুশি না হওয়ার আহ্বান জানিয়েছেন ফারিয়া। ব্যঙ্গ করে ফারিয়া লিখেছেন, ‘আবার লিখেছে, ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’

এডিট করা পোস্ট বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শবনম ফারিয়া তার ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন। এই অভিনেত্রী লিখেছেন, ‘কোনো বিষয়ে আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি। বিশেষভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না।’

শবনম ফারিয়া অভিনয় থেকে বিরতি নিয়েছেন। ব্যস্ত চাকরিজীবন নিয়ে। সবশেষ গত ঈদে মোশাররফ করিমের সঙ্গে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন কমেডি শো ‘হা শো’র সপ্তম সিজনের বিচারক হিসেবে।

শেয়ার করুন: