১০ হাজার শাড়ি, ৮০০ কেজি রুপা ও ২৮ কেজি সোনার মালিক ছিলেন যে অভিনেত্রী!
সম্প্রতি ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীর খেতাব পেয়েছেন জুহি চাওলা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে, অভিনেত্রী থেকে ব্যবসায়ী হওয়া এই নারীর মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি টাকা। তিনি ভারতের অন্য সব নারী অভিনেত্রীকে ছাড়িয়ে গেছেন, যাদের কেউই ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারেননি।
অথচ প্রায় তিন দশক আগেও এমন একজন ধনী অভিনেত্রী ছিলেন। তার ধনসম্পদ নগদ অর্থের চেয়ে অনেক বেশি ছিল। কারণ পোশাক এবং গহনার পরিমাণ অন্য কোনো ধনী ব্যক্তির থেকেও ছিল অবিশ্বাস্য।
তিনি হলেন তামিল চলচ্চিত্রের আইকন জয়ললিতা। তিনি তার সময়ের অন্যতম সফল তারকা। দুই দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে জয়ললিতা তামিল এবং তেলেগু উভয় চলচ্চিত্র শিল্পে শীর্ষ তারকা ছিলেন এবং এমনকি কিছু বলিউড হিট ছবিতেও কাজ করেছিলেন।
যদিও জয়ললিতার সম্পদের একটা বড় অংশই এসেছে রাজনীতি থেকে। ১৯৮০-এর দশকে জয়ললিতা তার গুরু এমজি রামচন্দ্রনকে অনুসরণ করে তার দল এআইএডিএমকে-তে যোগ দেন। রাজ্যসভার সদস্য হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিলনাড়ুর রাজনীতিতে এতটাই প্রভাব বিস্তার করেন যে তিনি ৫ বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
তবে জয়ললিতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ১৯৯৭ সালে তার চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে অভিযান চালানোর পরে জানা যায়, তিনি প্রায় ৯০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
বর্তমান বাজার মূল্যে যা প্রায় ৫ হাজার কোটি টাকা। জয়ললিতার এ সম্পদ জুহি চাওলার বর্তমান অঢেল সম্পদের চেয়েও অনেক বেশি। অভিযানে জয়ললিতার কাছে ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ৮০০ কেজি রুপা এবং ২৮ কেজি সোনাসহ অবিশ্বাস্য সম্পদের সন্ধান পাওয়া যায়।
যদিও তিনি অফিসিয়ালি নিজের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি বলে ঘোষণা করেছিলেন। পরে ২০১৬ সালে তার সম্পদের বিষয়ে আরেকটি অনুসন্ধানে দেখা যায়, তার মূল্যবান ধাতুর পরিমাণ ছিল ১ হাজার ২৫০ কেজি রুপা ও ২১ কেজি সোনা।
অভিনেত্রী ও রাজনীতিবিদ উভয় ক্যারিয়ারে জয়ললিতা প্রচণ্ড ভালোবাসা ও সম্মান পেয়েছেন। ২০১৬ সালে ৬৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু ঘটে।