১০ উইকেটে হারের পর দুই দফা শাস্তি পেলেন বাবররা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুই টেস্টেই হেরেছে পাকিস্তান। এর মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে কেপটাউনে ১০ উইকেটে হেরেছে শান মাসুদের দল। ওই হারের সঙ্গে দুই দফা শাস্তি পেয়েছেন পাকিস্তানের টেস্ট দলের ক্রিকেটাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১২ ম্যাচ খেলে ৪ জয়ে ৪৮ পয়েন্ট তুলেছিল পাকিস্তান। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্লো ওভার রেটের কারণে ৫ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। এর আগে ৮ পয়েন্ট কাটা গেছে তাদের। সব মিলিয়ে ১৩ পয়েন্ট হারিয়ে পাকিস্তানের বর্তমান পয়েন্ট ৩৫।
পয়েন্ট কাটার সঙ্গে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের। পাকিস্তান দ্বিতীয় এই টেস্টে নির্ধারিত সময়ে ৫ ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী, প্রতি স্লো ওভারের কারণে একটি করে পয়েন্ট কাটা পড়ে।
যে কারণে পাকিস্তান জাতীয় দলকে ও ক্রিকেটারদের এই দুই দফা সাজা দেওয়া হয়েছে। একই সাজা এর আগে আরও একবার পেয়েছে পাকিস্তান। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই সাজার সুপারিশ করেন। পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ তা মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশও পাকিস্তানের সমান ৪ জয়ে ৪৮ পয়েন্ট তুলেছিল। কিন্তু ৩ পয়েন্ট কাটা গেছে নাজমুল হোসেন শান্তর দলের। যে কারণে বাংলাদেশের পয়েন্ট আছে ৪৫। বাংলাদেশের চেয়ে পাকিস্তানের অনেক বেশি পয়েন্ট কাটা যাওয়ায় পয়েন্ট টেবিলে পাকিস্তানের ওপরে সাতে আছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের আর কোন ম্যাচ নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ওই দুই টেস্টে জিতলে বাংলাদেশের ওপরে চলে যাবে শান মাসুদ-বাবর আজম-আগা সালমানদের দল।