November 26, 2024
জাতীয়

১০ ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর কাকরাইলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাকরাইলে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠান এস এ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে শুরুতে পাঁচটি ইউনিট অংশ নিলেও পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ অক্টোবর) সকাল দশটা ১০ মিনিটে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহনের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ১০ ইউনিটের চেষ্টায় ১০টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার পর ধোঁয়ায় পুরো এলাকা কালো হয়ে যায়। ভবনটির পাশের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আগুনে ভবনটিতে থাকা অনেক মালামাল পুড়ে গেছে। মাঝে মঝে কিছু কনটেইনার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। পুরোপুরি আগুন নেভাতে এখনো আমাদের কাজ চলমান আছে। কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি তা বলতে পারেননি।

শেয়ার করুন: