হ্যাজলউড ও রাবাদাদের ছাড়িয়ে সবার শীর্ষে তাসকিন
তাসকিন আহমেদ আর ইনজুরি যেন সমার্থক হয়ে গেছে। ইনজুরির সঙ্গে লড়াই করেই বাইশগজে খেলছেন টাইগার এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ের পর ওয়ার্কলোডের কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন। আজ সিরিজের সর্বশেষ ওয়ানডেতে আবারও দলে ফিরেছেন।
এরই মধ্যে একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন এমন পেসারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি তাসকিন আহমেদের।
এ সময়ের মধ্যে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট শিকার করেছেন তাসকিন। ইকোনমি ছিল ৪ দশমিক ৮৭। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এ সময়ে ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করেছেন। তবে ইকোনমির (৫.১৫) দিক থেকে তাসকিনের পেছনে পড়েছেন।
তালিকায় তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৫.৩২ ইকোনমিতে ৩৩ উইকেট পেয়েছেন প্রোটিয়া তারকা। এ ছাড়া জস হ্যাজলউড ২২ ইনিংসে ৫.৩৮ ইকোনমিতে ৩০ উইকেট ঝুলিতে পুড়েছেন।
বেস্ট ইকোনমির পাঁচ পেসার (০১ জানুয়ারি, ২০২৩ থেকে)
খেলোয়াড় | দেশ | ইনিংস | উইকেট | ইকোনমি |
তাসকিন আহমেদ | বাংলাদেশ | ২৭ | ৪৬ | ৪.৮৭ |
ম্যাট হ্যানরি | নিউজিল্যান্ড | ২৬ | ৪৯ | ৫.১৫ |
কাগিসো রাবাদা | দক্ষিণ আফ্রিকা | ১৯ | ৩৩ | ৫.৩২ |
জস হ্যাজলউড | অস্ট্রেলিয়া | ২২ | ৩০ | ৫.৩৮ |
মোহাম্মদ সিরাজ | ভারত | ২৭ | ৪৭ | ৫.৪১ |