হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন বাইডেন
ক্যাপিটল হিলে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়াকে প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিল হোয়াইট হাউসে এক চায়ের আমন্ত্রণে স্বাগত জানিয়েছেন। শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। বাইডেন ট্রাম্পকে বলেন, ‘বাড়িতে আপনাকে স্বাগতম।’ দরজায় অল্প কথা বলে তারা চারজনই হোয়াইট হাউসের ভেতর প্রবেশ করেন। আজ প্রথম বারের মতো এই দুই জুটির দেখা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। মার্কিন মসনদে তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।
ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তার ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট’ মূলনীতি বাস্তবায়ন করা শুরু করবেন। ট্রাম্পের এই এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই। পাশাপাশি এর ফলে আমেরিকার সীমানার বাইরে বসবাস করা কোটি কোটি মানুষের জীবনও ব্যাপকভাবে প্রভাবিত করবে।
ট্রাম্পের আগমনের ঠিক আগে, বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াইট হাউসে তার শেষ দিনে আজ কেমন অনুভব করছেন। উত্তরে ‘ভাল’ বলে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
চায়ের বৈঠকটি রুদ্ধদ্বার বৈঠক হবে। সেখানে কোনো প্রেসের প্রবেশের অনুমতি নেই। প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন এবং অ্যান্ড্রু জ্যাকসনের সাথে এই ঐতিহ্যবাহী চায়ের বৈঠক শুরু হয়েছিল ১৮৩৭ সালে।
ট্রাম্প জানিয়েছেন তিনি শপথ গ্রহণের পর প্রথমদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করবেন তিনি। যদিও ঠিক কতগুলো আদেশে সই করবেন, তা এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমানবাহিনীর একটি বিমানে করে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত রিপাবলিকান ঘাঁটিতে যান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনার। সেখান থেকে ট্রাম্প তার পরিবারের সদস্যদের নিয়ে ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে যান।
বিরূপ আবহাওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়।
মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।