হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে যাওয়া হচ্ছে না রোহিতের
২৪ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকে দুষলেন অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি জানালেন, অধিনায়ক হওয়ার পর খেললেন নিজের সবচেয়ে খারাপ সিরিজ। ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এসে রোহিত বললেন এমনই।
সপ্তাহ দুয়েকের বিরতি শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। তার আগে দলের এমন হালের পর রোহিতের অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মাঝে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সিরিজে প্রথমে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক।
সংবাদমাধ্যমকে খবর, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত। ব্যক্তিগত কারণেই টেস্ট থেকে সাময়িক বিরতি চেয়ে রেখেছেন বোর্ডের কাছে। তবে এই বিষয়টি নিয়ে বিসিসিআই এখনও কিছু ঘোষণা দেননি এখনও। পাঁচ ম্যাচের টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই টেস্টের প্রথম টেস্টে ছুটি নিতে পারেন রোহিত।
জানা যায় বিসিসিআইয়ের এক সূত্রের দাবি, বোর্ডের কাছে রোহিত প্রাথমিকভাবে ছুটি নেওয়ার কথা জানিয়েছেন। ব্যক্তিগত কারণেই একটা টেস্ট খেলবেন না ভারত অধিনায়ক। তবে সেই ব্যক্তিগত প্রয়োজন যদি সিরিজের আগেই মিটে যায় তাহলে অবশ্য পাঁচটি টেস্টেই রোহিত খেলবেন এবং নেতৃত্ব দেবেন।
এরপরেই খবর ছড়ায়, বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরুর দিকেই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। তা আরও পরিষ্কার হয় ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টে চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে হর্ষ ভোগলে কথায়। একপ্রকার রোহিতের বাবা হওয়ার খবর নিশ্চিত করে দিয়েছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার খেলা নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। হয়তো প্রথম টেস্টে খেলবে না। শুনলাম ওর পরিবারে নাকি নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে।’
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অজিদের বিপক্ষে নিজের না থাকা নিয়ে ধোয়াশা রেখে রোহিত বলেন, ‘এখনো পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’
অস্ট্রেলিয়া-ভারতের পার্থ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিত খেলতে না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। শেষ পাঁচ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি। এর মধ্যে ৬ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ওয়াংখেড়েতে আজ হারের দায় তুলে নিলেন রোহিত নিজের কাঁধে, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’