হিজবুল্লাহর হামলার ভয়ে ইসরায়েলি বিমানবন্দর বন্ধ
তেলআবিবের কাছে হিজবুল্লাহর ভয়াবহ রকেট ও ড্রোন হামলায় আতঙ্কে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দ সোমবার সন্ধ্যায় বন্ধ রাখা হয়।
ইসরায়েল এভিয়েশন কর্তৃপক্ষ জরুরি এক বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় তেলআবিবের ওই বিমানবন্দরে কিছু সময়ের জন্য বন্ধ রাখে। খবর টাইমস অব ইসরায়েলের।
পরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে, নিরাপত্তার অভাবে বিমান উঠা-নামা কিছুক্ষণের জন্য বন্ধ রাখে এভিয়েশন কর্তৃপক্ষ ।
একই বিবৃতিতে, আইডিএফ বলেছে যে তাদের হেলিকপ্টার এবং যুদ্ধবিমানগুলি ভূমধ্যসাগরের উপর দিয়ে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের সময় পাঁচটি ড্রোনকে বাধা দিয়েছে।
কিছুক্ষণ পরে, আইডিএফ বলেছে যে তেলআবিব এবং শ্যারন অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। লেবানন থেকে ছোড়া একটি রকেট খোলা জায়গায় আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলের।