August 30, 2025
খেলাধুলা

হার-জিত নয়, কেমন ক্রিকেট খেলছি সেটাই মূল বিষয় : লিটন

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। তার আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে এই সিরিজকে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবেই নিচ্ছ টাইগাররা।

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন এই সিরিজের খুব বেশি গুরুত্ব না থাকলেও তুলনামূলক খর্ব শক্তির দলের কাছে হারলে সমালোচনার মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। তাই পরীক্ষা-নিরিক্ষার সিরিজ হলেও সতর্ক বাংলাদেশ অধিনায়ক।

লিটন বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট দল। তো আমরা… আমরা সবসময় খেলি জেতার জন্য এবং আগে বা ভবিষ্যতেও যতগুলো ম্যাচ খেলব সব জেতার জন্যই যাব।’

‘বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কিছু না। যদি হেরে যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা দল জিতবে, একটা দল হারবে। আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারতেছি, এটা হচ্ছে মূল।’

এই সিরিজ ভালো করলে এশিয়া কাপের জন্য দল কতটা প্রস্তুত তা বুঝা যাবে বলে মনে করেন লিটন, ‘দেখেন, আপনি এশিয়া কাপে যখন খেলবেন, ভিন্ন দল থাকবে। সেই দল আমরা এখানে আনতে পারব না। তবে প্রায় একই কন্ডিশন থাকবে আমার মনে হয়। আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট।’

‘তো মিল যদি আমি দেখতে চাই, ওইদিক দিয়ে থাকবে। আর আপনি যে কথাটা বললেন যে ২০০-২৫০ রান করাটা, এটা একটা অভ্যাসেরও বিষয়। আমরা যদি করতে পারি খুবই ভালো। না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করব যে ওইখানে কীভাবে পৌঁছানো যায়।’

শেয়ার করুন: