হামজার লেস্টারকে হারিয়ে জয়ে ফিরল ম্যানসিটি
হতাশাময় পথচলার মাঝে অবশেষে একটু স্বস্তির সুবাতাস পেল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লেস্টার সিটির মাঠে ম্যানসিটি জিতেছে ২-০ গোলে। ম্যানসিটির হয়ে গোল দুটি করেন সাভিনহো ও আর্লিং হালান্ড।
লেস্টারে খেলেন হামজা চৌধুরি। কিছুদিন আগে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন। হামজা এদিন মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। তবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।
লিগে শেষ ১০ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেল ম্যানসিটি।
লিগে গেল চার ম্যাচে জয়হীন সিটি ২১ মিনিটে প্রথম গোল পায়। ফিল ফোডেনের বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান লেস্টার গোলকিপার। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান সাভিনহো।
৭০ মিনিটে জাস্টিনের বদলে হিসেবে লেফট ব্যাকে নামেন হামজা। তবে হামজা নামার চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। সাভিনহোর ক্রস বক্সের ডান দিকে পেয়ে লাফিয়ে হেডে বল জালে পাঠান নরওয়ের তারকা। লিগে পাঁচ ম্যাচে প্রথম জালের দেখা পেলেন হালান্ড, আসরে তার মোট গোল হলো ১৪টি।
লিগে ১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে পেপ গার্দিওলার দল। ১১তম হারের পর ১৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে লেস্টার।