January 22, 2025
খেলাধুলা

হামজার মানিয়ে নিতে ‘বেশি সমস্যা’ হবে না, মনে করেন কাবরেরা

ধোঁয়াশা ছিল বটে, কিন্তু তা কেটে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন হাভিয়ের কাবরেরা।

তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে অবশ্য।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবারের মিশনে যুক্ত হতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তার দলে আসা নিয়ে রোমাঞ্চিত দেশের সকলেই।

কাবরেরা বলেন, ‘হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় বাংলাদেশ ম্যাচের খুব বেশি আগে আসতে পারবেন না। এই স্বল্প সময়ের মধ্যে তার মানিয়ে নিতে বেশি সমস্যা হবে না। সে অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। সকল পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। আমার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি তার। ’

ম্যাচের আগে কাবরেরা ক্যাম্প করতে চান সৌদি আরবে। চলতি প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি দেশি খেলোয়াড়রাও দারুণ ছন্দে রয়েছেন। তাই কাবরেরাও বড় স্বপ্ন দেখছেন। আজ বাফুফের ভবনের টার্ফে গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলে বসুন্ধরা কিংসের ফুটবলারদের আধিপত্য থাকে। তাদের ভিত্তি করেই জাতীয় দল গড়ে ওঠে। তবে এবারের লিগে সুবিধাজনক অবস্থানে নেই কিংস। কিন্তু কিংসের দেশি খেলোয়াড়দের খেলায় সন্তুষ্ট কাবরেরা। তিনি বলেন, ‘কিংস পয়েন্ট টেবিলে পিছিয়ে। তাদের দেশি খেলোয়াড়দের পারফরম্যান্স ভালোই রয়েছে কিন্তু। আবাহনী-মোহামেডানেও দেশি ফুটবলাররা ভালো করছে, এমনকি ফর্টিসও। যদিও তাদের পয়েন্ট কম। ‘

আবাহনী এবার শুধুমাত্র দেশি ফুটবলারদের দিয়েই খেলছে। লিগে মাত্র এক গোল হজম করেছে। মোহামেডান টানা আট ম্যাচ অপরাজিত। পারফরম্যান্স বিচারে এই দুই দলের ফুটবলারদেরই জাতীয় দলে এখন প্রাধান্য পাওয়ার কথা থাকলেও কোচের মন্তব্য, ‘এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় কোন দল থেকে কোন ফুটবলারকে ডাকা হবে। ’

২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ভেন্যু হতে পারে মেঘালয়ের শিলংয়ে। সেখানের আবহাওয়া অনেকটা ঠান্ডা। মধ্যপ্রাচ্যে গরম আবহাওয়ায় অনুশীলন করে ঠান্ডা আবহাওয়ায় ম্যাচ খেলা নিয়ে কোচ বলেন, ‘সন্ধ্যায় সৌদিতে তাপমাত্রা কমই থাকবে। ফলে আবহাওয়ায় সমস্যা হবে না। আমরা ভারতেও ৩-৪ দিন আগে যাব। ’

শেয়ার করুন: