November 25, 2024
খেলাধুলা

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। একই সঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুবাই থেকে জুমের মাধ্যমে যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিটিংয়ে উপস্থিত একজন পরিচালক বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার বিসিবি হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো।’

হাথুরুসিংহের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা। যদিও বিসিবি সভাপতি সরাসরি নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী ক্রিকেটার ছিলেন নাসুম আহমেদ। এ ঘটনায় বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য যে শাস্তি দেওয়া হয়েছে, সেটাই উপযুক্ত।’

এছাড়া হাথুরুসিংহের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল দীর্ঘ সময় ধরে ছুটি কাটানোর। ফারুক জানান, ‘তিন মাসের বেশি সময় ছুটি কাটানোও অসদাচরণের মধ্যে পড়ে। তার জবাবদিহি থাকা উচিত ছিল, যা তিনি করেননি।’

হাথুরুসিংহে প্রথমবার বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ২০২৩ সালে তিনি আবারও দলের কোচ হিসেবে যোগ দেন। যদিও এইবারও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার অধ্যায়ের ইতি ঘটল।

ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বিসিবি ইতোমধ্যে অনুমোদন করেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।

শেয়ার করুন: