September 17, 2024
খেলাধুলা

হাথুরুসিংহেকে নিয়ে যা ভাবছে বিসিবি

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট থেকে বাদ পড়েছিল। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতলেও পরের পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এমন পারফরম্যান্সের পর দায় পড়ে টিম ম্যানেজমেন্টের ওপরও। বিশেষ করে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অনেক সমালোচনা হয়।

তবে এখনই হাথুরুকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। কোচিং প্যানেলে পরিবর্তন প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’

এদিকে কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সে জন্য ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তাসকিনকে।

এই পেসারকে নিয়ে জালাল বলেন, ‘তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে (তাসকিন) বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’

লম্বা সময় ধরে চোটে আছেন আররেক পেসার ইবাদত হোসেন। তাকে নিয়ে জালাল বলেন, ‘ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সর্বশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।’

শেয়ার করুন: