হলিউড সিনেমায় সালমান-সঞ্জয়, শুটিং সৌদি আরবে
ভাইজান সালমান খানের চেয়ে বলিউডে একেবারে কম দাপট নিয়ে চলেন না মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। বি-টাউনের জনপ্রিয় এই দুই হিরোর গন্তব্য এবার হলিউডে; তাও আবার একসঙ্গে! আর এমন খবর প্রকাশ্যে আসতেই সিনেমহলে থামছে না শোরগোল।
জানা গেছে, হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে। আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা। আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে। দেশটির আলউলা স্টুডিওজে শুরু হয়েছে সেই হলিউড ছবির শুটিং; যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকান থ্রিলার ঘরানার সেই ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে। তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি।