January 14, 2026
আন্তর্জাতিক

হঠাৎ কেন বিক্ষোভ প্রত্যাহার করলো পিটিআই

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহুল আলোচিত বিক্ষোভ স্থগিত করা হয়েছে। ইসলামাবাদে তিন দিন আগে শুরু হওয়া এই বিক্ষোভ বুধবার (২৭ নভেম্বর) দলের নেতারা স্থগিত করেন। 

জানা গেছে, ইসলামাবাদের ডি-চক এলাকায় ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ মিছিলের শান্তিপূর্ণ সমাধান হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তের প্রচেষ্টা তা ব্যর্থ হয়েছে। শারীরিক ও প্রযুক্তিগত বাধা এবং পিটিআই নেতা বুশরা বিবির অনমনীয় আচরণে সংকট আরো জটিল আকার ধারণ করে।

বুধবার সকালে পিটিআই তাদের এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতিতে কারণ উল্লেখ করে দলটি বলেছে, সরকারের নৃশংসতা এবং নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে ইসলামাবাদকে একটি কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে— আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপাতত স্থগিত করেছি।

দলটি আরো জানিয়েছে, কারাগারে বন্দি প্রধান নেতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ইসলবাদের ডি-চকে ইমরান খানের কর্মী সমর্থকদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্যাসের তীব্রতার কারণে ওই সময় সেখান থেকে বিক্ষোভকারীরা সরে যেতে বাধ্য হন।

পিটিআই দাবি করেছে, রাতের বেলা ডি-চকে অভিযানের নামে সন্ত্রাসী হামলা ও নৃশংসতা চালিয়েছে সরকার।

শেয়ার করুন: