June 28, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

স্বামী-সন্তানের পাশেই চিরনিদ্রায় শায়িত শেখ সুজনের মা রিজিয়া শহীদ

দ. প্রতিবেদক
স্বামী ও সন্তানের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ শহীদুল হকের সহধর্মিনী এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের মা রিজিয়া শহীদ। শুক্রবার তার নামাজে জানাজা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গায় পারিবারিক কবরস্থানে স্বামী ও সন্তানের কবরের পাশেই দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় নগরীর বায়তুন নুর জামে মসজিদ চত্বরে প্রথম জানাজা এবং টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য এবং নগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান মিজান, যুবলীগ প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ এমপি, সাবেক সাংসদ আকতারুজ্জামান বাবু, আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কামরুজ্জামান জামাল, অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান শেখ বাবুল হোসেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান এস এম ওয়াহিদুজ্জামান বাবু, ডা. মেহেদী নেওয়াজ, শেখ আবিদ উল্লাহ, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ফয়েজুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, শেখ মো. আবু হানিফ, ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, আজিজুর রহমান রাসেল, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, জিয়াউল আহসান টিটো, আরিফ হোসেন মিঠু, অধ্যা. আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নজীবুল হক নজীব, পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, সাংবাদিক এস এম সাহিদ হোসেন, মো. সাহেব আলী, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, কাউন্সিলর রোজী ইসলাম নদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পরিবারের আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: