March 31, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

স্বস্তির ট্রেনযাত্রা, স্টেশনে তদারকিতে রেলসচিবসহ কর্মকর্তারা

ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রার ষষ্ঠ দিনেও স্বস্তিতে ভ্রমণ করছেন যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের সব পর্যায়ের কর্মকর্তার দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আর সেসব তদারকি করতে ও যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে যখন-তখন ঢাকা রেলওয়ে স্টেশনে হাজির হচ্ছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম।

শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে রেলপথ সচিব ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ও যাত্রীদের অভিযোগ শোনেন। এর আগেও তিনি শুক্রবার (২৮ মার্চ) রাতে স্টেশনে থেকেছেন দীর্ঘ সময়।

শনিবার রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় এক যাত্রী রেলপথ সচিবের কাছে সরাসরি অভিযোগ করেন, খাবার গাড়িতে যাওয়ার কোনো সুযোগ থাকে না। পুরো গাড়িতে লোকজন উঠিয়ে ভর্তি করে রাখেন কর্মীরা। অভিযোগের পর বিষয়টি দেখতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত নির্দেশ দেন।

পরে তিনি ট্রেনের এসি-কোচগুলো ঘুরে দেখেন। সেখানে থাকা স্ট্যান্ডিং টিকিটের যাত্রীদের নামিয়ে দেন।

এসময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় ব্যবস্থাপকসহ অপারেশনাল কাজের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা ও কর্মচারীরা।

শেয়ার করুন: