October 31, 2024
অর্থনীতিজাতীয়লেটেস্ট

স্বর্ণের দামে উত্থান-পতন, ১০ মাসে ৪৫ বার সমন্বয়!

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। সেই হিসাবে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের গেল ১০ মাসে বাজুসের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ৪৫ বার। যার মধ্যে ২৮ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ১৭ বার কমেছে।

স্বর্ণের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠনটির বিজ্ঞপ্তি বলছে, চলতি বছরে মধ্যে প্রথমবার স্বর্ণের দাম বাড়িয়ে ১৭ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে বাজুস। সেই দফায় সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের নির্ধারণ করা হয়, ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭ হাজার ৩০৮ টাকা এবং ১৮ ক্যারেট ৯২ হাজার ২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৬৩২ টাকায় নির্ধারণ করা হয়।

দ্বিতীয় বিজ্ঞপ্তি আসে ১৮ জানুয়ারি, সে সময় দাম কমানোর বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৫৭০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা।

অবশ্য পরের বিজ্ঞপ্তি আসে ৬ মার্চ। দাম বাড়ানোর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ও ১৮ ক্যারেট ৯২ হাজার ৩৭৯ টাকা এবং তখন সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৯৮২ টাকা।

১৯ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণের দাম কিছুটা কমেছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৮১৬ টাকা।

পরের বিজ্ঞপ্তিতে অবশ্য বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। ২১ মার্চের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা ও ১৮ ক্যারেট ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ৭৯৯ টাকা।

৬ এপ্রিল বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ সে দফায় ভরিপ্রতি দাম বাড়ানো হয় ১ হাজার ৭৫১ টাকা। এরপর ৮ এপ্রিল, অর্থাৎ ঈদের ঠিক আগ মুহূর্তে আবারও দাম বাড়ে স্বর্ণের। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। ১৮ এপ্রিল দাম বাড়ে আরও এক দফায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। অর্থাৎ আগের তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ে ২ হাজার ৬৫ টাকা।

২০ এপ্রিলের বিজ্ঞপ্তি বলছে, ২২ ক্যারেট ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। অর্থাৎ এই দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৮৪১ টাকা। ২১ এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৬৬২ টাকা। অর্থাৎ সে দফায় ভরিপ্রতি স্বর্ণের বেড়েছিল ৬৩০ টাকা।

তবে ক্রেতাদের জন্য বাজুসের পক্ষ থেকে সুখবর আসে ২৩ এপ্রিল। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৫৮৬ টাকা। অর্থাৎ সেই বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমেছে, ৩ হাজার ১৩৮ টাকা।

এরপর অবশ্য ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল টানা কমতে থাকে স্বর্ণের দাম। ২৪ এপ্রিলের বিজ্ঞপ্তি বলছে, ২২ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯ হাজার টাকা ও ১৮ ক্যারেট ৯৩ হাজার ৪২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ২০৯ টাকা। অর্থাৎ ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে, ২ হাজার ৯৯ টাকা।

২৫ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৮০১ টাকা। অর্থাৎ ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে, ৬৩০ টাকা।

২৭ এপ্রিল দেশের বাজারে আবারও কমে স্বর্ণের দাম। সে সময় বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম ৬৩০ টাকা কমানো হয়েছে। অর্থাৎ ২২ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। ২৮ এপ্রিল আবারও স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি দেয় বাজুস। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভরিপ্রতি ৩১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের একভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা। ২৯ এপ্রিলের বিজ্ঞপ্তি বলছে, ২২ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেট ৯১ হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৮৩৯ টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১৫৫ টাকা। ৩০ এপ্রিল ৪২০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকায় নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৬ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৮৬৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৫৫৯ টাকা।

২ মে স্বর্ণের দামে আরও ১ হাজার ৮৭৮ টাকা কমায় বাজুস। সে সময় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৫২ টাকা কমিয়ে ৮৯ হাজার ৩১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৭৪ হাজার ২৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা ৮ দফায় কমার পর ৪ মে ভরিতে ১ হাজার ৫০ টাকা হারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা। ৫ মে আবারও স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা।

৭ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয় ৪ হাজার ৫০২ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৩০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ২০১ টাকা নির্ধারণ করা হয়। ১১ মে আবারও ১ হাজার ৮৩২ টাকা বাড়ানো হয় স্বর্ণের দাম। বিজ্ঞপ্তি বলছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০৫ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ মে আবারও বাড়ে স্বর্ণের দাম। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৮০ হাজার ১৩২ টাকা। ১৯ মের বিজ্ঞপ্তি বলছে, দেশের বাজারে ২২ ক্যারেট ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৮০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৮০ হাজার ৮৬৬ টাকা।

২৩ মে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি দেয় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ৯২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৮০ হাজার ১৩২ টাকা। ২৫ মে আবারও কমে স্বর্ণের দাম। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ২৫৭ টাকা।

বাজুসের দেওয়া ৮ জুনের বিজ্ঞপ্তি বলছে, স্বর্ণের দাম কমানো হয়েছে। সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেট ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৩৮২ টাকা। ১১ জুন স্বর্ণের দাম বাড়ায় বাজুস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ১১৭ টাকা।

২৫ জুন আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা আসে বাজুস থেকে। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ৮৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৮০ হাজার ৬২ টাকা। ৩০ জুন কিছুটা কমানো হয় স্বর্ণের দাম। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের ১ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা।

৭ জুলাই দেশের বাজারে বাড়ানো হয় স্বর্ণের দাম। বিজ্ঞপ্তি বলছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৬১০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৮৯২ টাকা নির্ধারণ করা হয়, ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি ৮০ হাজার ৪২৩ টাকা।

১৪ জুলাইও বাড়ানো হয় স্বর্ণের দাম। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি ১ লাখ ২০ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেট ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২২৮ টাকা। ১৮ আগস্ট ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ে ২ হাজার ৯০৪ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৮৩ হাজার ১৯৯ টাকা।

২০ আগস্ট আবারও স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ২১৪ টাকা। ২২ আগস্টও দেশের বাজারে বাড়ে স্বর্ণে দাম। বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৮৫ হাজার ২৪১ টাকা।

২৫ আগস্টও স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে বাজুস। এতে দেখা যায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৮৬ হাজার ৫৪৭ টাকা। সে অনুযায়ী এই ধাপে ভরিপ্রতি ১ হাজার ৯৩৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম।

১ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি জারি করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৮৫ হাজার ৪৫০ টাকা।

১৪ সেপ্টেম্বর দাম বাড়ে স্বর্ণের। বিজ্ঞপ্তি বলছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৫ হাজার ৪৫০ টাকা। ২৪ সেপ্টেম্বর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণে ১ হাজার ৮২০ টাকা বাড়িয়ে ৯১ হাজার ৩৮ টাকায় নির্ধারণ করা হয়। ২৫ সেপ্টেম্বর ফের বাড়ানো হয় স্বর্ণের দাম। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরপর অবশ্য টানা চার দফায় বাড়ানোর পর ২৮ সেপ্টেম্বর কমে স্বর্ণের দাম। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ২৬০ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২০১ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।

১৯ অক্টোবর বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ লাখ ৪০ হাজার টাকা ছাড়ায় প্রতিভরি স্বর্ণের দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৯৪ হাজার ১১৭ টাকা। ২২ অক্টোবরের বিজ্ঞপ্তিতে দেশের ইতিহাসে স্বর্ণের দামের আগের সব রেকর্ড ভেঙে দেওয়া হয়। দাম নির্ধারণ করা হয়, ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪২৩ টাকা।

শেয়ার করুন: