September 12, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যখাত, নারী সংস্কার কমিশনসহ সংস্কার কমিশনের আপডেট জানানো হয় বৈঠকে। অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবেন। তিনি আরও বলেন, ৫১টি সংস্কার বাস্তবায়ন হয়েছে। ২৪৬টি বাস্তবায়নাধীন রয়েছে। উপদেষ্টারা নিজেরা অনেক রকম কাজ করছেন। এনবিআর ব্যাংকিংসহ বিভিন্ন জায়গায় কাজ হয়েছে।
শেয়ার করুন: