October 31, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

স্থানীয় সরকারের প্রশাসনে পরিবর্তন আসছে

সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের যেসব উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে সেখানে স্থায়ী প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শিগগিরই এ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “অতি শিগগির দেখতে পারবেন ফুল টাইম এডমিনিস্ট্রেটর দেওয়া হবে। কারণ এত বড় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলায় সাময়িক দায়িত্ব দিয়ে চালানো সম্ভব নয়। সার্বক্ষণিক কাজ আছে। এজন্য সার্বক্ষণিক এডমিনিস্ট্রেটর দেওয়া হবে।”

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের সময়ে নির্বাচিত পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের এখনও অপসারণ করা হয়নি।

এ প্রসঙ্গে উপদেষ্টা হাসান আরিফ বলেন, “ইউপি চেয়ারম্যানদের অপসারণ বিষয়ে গ্রাউন্ড ওয়ার্ক করা আছে। ৪৬০০ ইউপি, বিশাল কর্ম। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের মেয়াদ একসময় ৩ বছর ছিল, পরে বাড়িয়ে ৫ বছর করা হয়। বাড়িয়ে কোনো সুফল পায়নি। কোনো পর্যালোচনাও হয়নি যে, মেয়াদ বাড়িয়ে কী সুফল পাওয়া গেল।”

এটি তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব চার বছর হওয়া উচিত। আমেরিকায় চার বছর। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন আছে, তারা চিন্তাভাবনা করবে আশা করি।”

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ, স্যানিটেশনের মানসম্মত উন্নয়ন, জনসচেতনতা তৈরি, ভূমি সংস্কার কার্যক্রম নিয়েও মতামত জানান।

শেয়ার করুন: