January 22, 2025
খেলাধুলা

সৌম্যের কন্ঠে বিপিএলে খেলতে না পারার আক্ষেপ

ঢাকা-সিলেটের পর বিপিএলের চট্টগ্রাম পর্বও প্রায় শেষ পর্যায়ে। এরপর টুর্নামেন্টের বাকি অংশের খেলা হবে ঢাকায়। এদিকে দেশের ক্রিকেটের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ পর্যায়ে এসে পৌছালেও এখনো একটি ম্যাচে মাঠে নামা হয়নি সৌম্য সরকারের। নামবেনই বা কিভাবে, তিনি যে লড়ছেন চোটের সঙ্গে।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন এই টাইগার ব্যাটার। এ কারণে বিপিএলের শুরু থেকেই দর্শকের ভূমিকায় তিনি। তবে আশা কথা এই, চোট থেকে অনেকটাই সেরে ওঠেছেন তিনি, ফিরেছেন মাঠেও।

এবার ব্যাট হাতে মাঠে নামার অপেক্ষায় সৌম্য। সময় মতো সেরে ওঠলে টুর্নামেন্টের বাকি অংশেই হয়তো খেলতে দেখা যেতে পারে সৌম্যকে। এদিকে এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই দেখা গেছে রানবন্যা। ব্যাটাররা বড় স্কোরের দেখা পেয়েছেন।

এমন একটা আসরে দর্শক হয়ে থাকার অনুভূতি নিশ্চয়ই ভালো হওয়ার কথা নয়। সৌম্যও জানিয়েছেন সে কথাই। আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় রংপুর রাইডার্সের এই ব্যাটার বলেন, ‘যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। ইনজুরি ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল। খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল’

দুই মাসের বেশি সময় পর মাঠে ফিরতে চলেছেন সৌম্য। তাই ফেরার আগে মানসিক প্রস্তুতির ব্যাপারটাকেও গুরুত্ব দিচ্ছেন সৌম্য। তিনি বলেন, ‘পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে (মাঠে) তো আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য যত বেশি কঠিন অনুশীলন করতে পারব, মানসিকভাবে ততই ভালো হবে।’

 

শেয়ার করুন: