সেমিফাইনালে ভারতকে ২১১ রানে আটকে রেখেছেন বাংলাদেশের সাইফরা
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ২১১ রানেই আটকে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। সাত জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ ‘এ’ অধিনায়ক সাইফ হাসান, ২ ওভার বোলিং করা মাহমুদুল হাসান ছাড়া উইকেটের দেখা পেয়েছেন সবাই। ভারত ‘এ’ দলের অধিনায়ক যশ ধুল করেছেন সর্বোচ্চ ৬৬ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। অষ্টম ওভারে প্রথম আঘাত করেন তানজিম হাসান, ফেরান সাই সুদর্শনকে। এরপর নিয়মিতই উইকেট পেয়েছে বাংলাদেশ ‘এ’। ভারত ‘এ’ দল খুব বড় কোনো জুটি গড়তে পারেনি। সর্বোচ্চ ৪৬ রান আসে অভিষেক শর্মার সঙ্গে নিকিন জোসের দ্বিতীয় উইকেট জুটিতে।
মাঝে নিকিনের একটি স্টাম্পিং নিয়ে বিতর্কও তৈরি হয়। রাকিবুল হাসানের বলে তাঁকে শুরুতে স্টাম্পিং আউট দিলেও পরে সিদ্ধান্ত বদলে ফেলেন টেলিভশন আম্পায়ার। নিকিন অবশ্য বেশিক্ষণ টেকেননি এরপর আর। ৯ রানে থাকা অবস্থায় সেই বিতর্ক তৈরি হওয়ার পর ১৭ রান করেই অধিনায়ক সাইফের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দেন তিনি।
চারে নামা ভারত অধিনায়ক ধুল টিকেছেন অনেক্ষণ। ১৯তম ওভারে নেমে ইনিংসের শেষ ওভারে গিয়ে রিপন মণ্ডলের বলে ক্যাচ দিয়ে থামেন তিনি। ৮৫ বলে ৬৬ রানের ইনিংসে তিনি মারেন চারটি ছক্কা। তবে মিডল অর্ডারে নিশান্ত শর্মা, ধ্রুব জুড়েলরা তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি।
দুই পেসার তানজিম ও রিপনকে দিয়ে ১৫.১ ওভার করিয়েছেন সাইফ। দুজন মিলে নেন ৩ উইকেট। স্পিনারদেরকেই ব্যবহার করেছেন ঘুরিয়ে ফিরিয়ে। মেহেদী হাসান, তিনি ও রকিবুল মিলিয়ে করেছেন ৩০ ওভার। তিন জন মিলে ওভারপ্রতি গড়ে দেন মাত্র ৩.৪৬ করে রান, নেন ৫ উইকেট। পার্ট টাইমার সৌম্য সরকার তাঁর মিডিয়াম পেসে নেন ১ উইকেট।
দিনের অন্য সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে চলে গেছে পাকিস্তান ‘এ’। তাদের দেওয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৪৫.৪ ওভারে ২৬২ রান তুলতেই অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।