সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারে বাংলাদেশ। এরপর নিজদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে টাইগার যুবরা। তাতে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য ছিলো ভারতের হাতে। এমন সমীকরন নিয়ে বাংলাদেশের যুবরা অপেক্ষা করতে ছিলো ভারতের ম্যাচের দিকে।
যেখানে গতকাল ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারত ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। তাতে বর্তমান চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশকে নিয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে প্রতিপক্ষের নাম জানতে আজ ‘বি’ গ্রুপের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
আজ ‘বি’ গ্রুপে দুটি খেলায় মাঠে নামে। যেখানে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারায় পাকিস্তান। অপরদিকে নেপাল ২-১ গোলে ভুটানকে হারায়। তাতে শীর্ষস্থান নিশ্চিত হয় পাকিস্তানের, অন্যদিকে ভুটানের স্বপ্ন ভেঙে সেমিফাইনাল নিশ্চিত করে নেপাল।
ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া বাংলাদেশ পেয়েছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানকে। আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় মাঠে নামবে টাইগার যুবরা। অপরদিকে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া ভারত ফাইনালে ওঠার দৌড়ে পেয়েছে ‘বি’ গ্রুপে রানার্সআপ হওয়া নেপালকে।