সেমিতে যেতে পারলে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা রিয়ালের
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ চারে উঠতে হলে লস ব্ল্যাঙ্কসদের জিততে হবে ৪-০ গোলের ব্যবধানে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর, প্রথম লেগে এত বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার রেকর্ড নেই রিয়ালের।
তবে গানারদের বিপক্ষে কামব্যাক করার গল্প লিখে সেমিফাইনালে যেতে পারলে আকর্ষণীয় পুরস্কার পাবেন ফুটবলাররা। সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ রিয়ালের ড্রেসিংরুমে এসেছিলেন। সেখানে তিনি ওই বার্তা দিয়েছেন।
এর আগে রিয়াল মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে শেষ ষোলোয় হারিয়েছে। ওই ম্যাচে রিয়াল প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জেতে। কিন্তু দ্বিতীয় লেগে অ্যাথলেটিকোর কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় দলটি। ওই জয়ে কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা অর্থ পুরস্কার পেয়েছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম।
লা লিগায় ১০ জনের দল নিয়ে আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের পর ক্লাব প্রেসিডেন্ট পেরেজ ড্রেসিংরুমে ঢুকে কিলিয়ান এমবাপ্পের নাম ধরে কথা বলেন। এরপর অন্যদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমারা যদি জেতো এবং সেমিফাইনালে যেতে পারো তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে।’