সেন্ট জোসেফস্ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার সন্ধ্যায় খুলনাস্থ সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয় স্কুলের মিলনায়তনে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসি, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ৮২ ব্যাচের এটি এম মুশফিকুল আমিন মুক্তার খুলনা আগমন উপলক্ষে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন রেজানুল হক মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. জালাল উদ্দিন রুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা, মানসুরুল হক শাহীন, মাসুদ মাহমুদ, এ্যাড. মিজানুর রহমান ও সাজ্জাদুর রহিম পান্থ।
বক্তাগণ প্রত্যেকেই তাঁদের বক্তব্যে শৈশব ও কৈশোরের স্মৃতি চারণ করতে গিয়ে নষ্টালজিক হয়ে পড়েন। স্কুলের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার উপর গুরুত্বারোপ করে তারা বলেন যে, প্রাক্তন শিক্ষার্থীদের স্কুলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ আছে। আমাদেরকে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।
যাকে কেন্দ্র করে এই শুভেচ্ছা বিনিময় সভা, সেই মধ্যমনি এটি এম মুশফিকুল আমিন মুক্তা স্কুলের ওয়েবসাইট তৈরির আনুপুর্বিক ইতিহাস ও নানারকম বাধাবিপত্তির কথা উল্লেখ করে বলেন, যে কোনো ভাল কাজে বাধা আসবেই। কিন্তু বাধাকে একাগ্রতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ দিয়ে অতিক্রম করে যেতে হবে। করোনাকালিন সময় হতে শুরু করে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচীতে অংশগ্রহণের কথা স্মরণ করে বলেন, ভাল কাজ অন্যদেরও উদ্বুদ্ধ করে। তিনি স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শহরের অন্যস্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে এসব কর্মকান্ডে গর্ববোধ করি। তবে আত্মতুষ্টিতে পেয়ে বসলে চলবে না, আমাদেরকে আরও ভাল ভাল কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অন্যদেরকে অনুপ্রাণিত করে যেতে হবে।
৮২ ব্যাচের অন্যতম সংগঠক, প্রাক্তন শিক্ষার্থী মিজানুর রহমান খান ডিকেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শতাধিক শিক্ষার্থীর এই শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস এম শারাফাত আলী দুলু, প্রকৌশলী শামিম জেহাদ, ২২ সালে বোর্ডে প্রথম স্থান অধিকারী ফাহিম মাহমুদ রাদ, আনোয়ার হোসেন, এ্যাড. মহসিন কবির দুলু, কবির, পল্লব নন্দী, ৮৬ ব্যাচের তৌফিকুর রহমান টুলু, মাহমুদুল করিম, রাহিব, অনিন্দ্য, পাপ্পু, আহসান ও ৮৭ ব্যাচের নূরুল ইসলাম লাবলু।