January 26, 2026
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনের প্রতি তাদের সর্বোচ্চ আস্থার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিদের ব্রিফিং শেষে তিনি এসব কথা জানান। আগামী নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করে ইসি। তবে রাষ্ট্রদূতদের এই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি করেছিল ইসি। সিইসি বলেন, বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং সর্বোচ্চ আস্থা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন বদ্ধপরিকর। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের নীতিমালা এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা হয়। সিইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ব্রিফিংয়ে চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
শেয়ার করুন: