সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর: সিইসি
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের চাওয়া অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাহী কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর। তবে এ বিষয়ে পোলিং এজেন্টদের ভূমিকা অনস্বীকার্য। ক্রেডিবল (দায়বদ্ধ) নির্বাচন করতে চায় ইসি।
রোববার (২৭ আগস্ট) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদেরকে সাংবাদিক নীতিমালা ও নির্বাচনকালীন সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের বিষয়ে জানতে চেয়েছেন। মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে। তাই এটা আন্ডাররিভিউ করছি, এটা পরিবর্তন করবো।
কাজী হাবিবুল আউয়াল বলেন, তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। তিনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।
দক্ষিণাঞ্চল অনলাইন ডেস্ক